প্রেমিকার জন্য প্রেমের এস এম এস
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়। আর সেই
নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি কল্পনার সাগরে ভেসে চলে জাব, জাব তোমার হৃদয়
সৈকতে, তুমি দিবেনা ধরা?
তুমি কি জান পাখি কেন ডাকে? “তোমার ঘুম ভাংবে
বলে। তুমি কি জান ফুল কেন ফুটে?
“তুমি দেখবে বলে। তুমি কি জান আকাশ কেন
কাদে? “তোমার মন
খারাপ বলে। তুমি কি জান তোমাকে সবাই
পছন্দ করে কেন? “তুমি খুব ভাল বলে।
তুমি কি জান তুমি এত ভালো কেন? “তুমি আমার “বন্দু” বলে।
শুভ ক্ষন,
শুভ দিন। মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ, স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো, আমার কথা মনে
রেখ।আকাশ বলে তুমি নীল। বাতাস বলে তুমি বিল। নদী বলে তুমি সিমা
হিন। চাঁদ বলে তুমি সুন্দর। ঘাস বলে তুমি সবুজ। ফুল বলে তুমি অবুজ। কিন্তু
আমি বলি, “তুমি কেমন আছ?”
বন্ধু মানে সুখের সাথী। বন্ধু মনে রাগ। বন্ধু মানে দুঃখ সূখের সমান সমান ভাগ। বন্ধু মানে
হালকা হেসে চোখের কোনের জল। বন্ধু মানে মনে পরলে একটা ছোট কল।কিছু কথা
কিছু পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু সৃষ্টি, ভূলার নয়। কিছু
মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়। “আই মিছ ইউ”।
জীবনের রং বড় বিচিত্র, কখনো লাল কখনো
নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে
যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ।নীল নীলিমায় দূরে কোথায় মন
যে হারায় বেকুলতায় মনে পরে যায়। একটা কথা ই মন জানতে চায় অবেলায়
অবসরে মনে কি পরে আমায় “আই মিছ ইউ”
ভোরের মিষ্টি রোদের আলোয় মিছ কল দিয়, কান্ত দুপুরে মনে পরলে এসএমএস কর,
গভীর নিঝুম রাতে যদি ভয় লাগে তবে ফোন কর
ভূতের গল্প শুনাব কেমন।
এক টু কানে শুনো। এক টু আমায় জানো? এক টু সময় দিয়। এক
টু খবর নিয়ো? এক
টু যখন একা। এক টু দিয়ো দেখা? এক টু নিয়ো খোঁজ।
এক টু ভেবো রোজ? এক টু
আমায় ডেকো। ভীষন ভালো থেকো !
ভালোবাসার মাঝে সুখ আছে। ভালো থাকার মাঝে
কষ্ট আছে। দূরে রাখার মাঝে টান আছে। মনে রাখার মাঝে প্রান আছে।
তাই মনে রেখ আমায় চিরদিন।
দূর নীলিমায় নয়, আছি তোমার পাশে, খুজে দেখ আমায়, পাবে হৃদয়ের মাঝে, শুনবনা কোন গল্প,
গাইবো শুধু গান যে-গান-এ আছে শুধু
ভালোবাসার টান......”শুভ ভালোবাসা দিবস”
সকাল তো অনেক হয় বর্ষার মতো নয়, সময় তো অনেক হয় গোধূলীর মতো নয়,
রাত তো অনেক হয় পূর্নীমার মতো নয়, বন্ধু তো অনেক হয় তোমার মতো নয়।
কিছু কিছু কবিতা লিখার আগে ভাষা হারিয়ে
যায়। কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায়। কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম
ভেঙ্গে যায়। কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায়। কেন এমন হয়?
রাতে জোসনা, দিনে আলো, কেন তোমায় লাগে
ভালো? গোলাপ লাল, কোকিল কালো,
সবার চাইতে তুমি ভালো। আকাশ নীল, মেঘ সাদা, সবার চাইতে তুমি আলাদা।
সূখের
জন্য “স্বপ্ন”, দুখের জন্য “হাসি”, দিনের জন্য “আলো”, চাঁদের জন্য “নিশি”, মনের জন্য “আশা”, তোমার জন্য রহিল আমার “ভালোবাসা”
শুভ সকাল।টিপ টিপ বৃষ্টি পরে। একা বসে আছি ঘরে। তুমি আছো কেমন করে। জানাও আমায় এস এম
এস করে। তোমার কথা মনে করে। মেসেজ দিলাম সেন্ট করে।