Sunday, May 10, 2015

আমাদের সাইট এর SEO  করার জন্য আমাদের মেটা ট্যাগ দিতে হয়। কিন্তু আমরা অনেকেই মেটা ট্যাগ এর কোডিং জানিনা বা জানলেও করতে পারিনা। কোন রকম ভুল হলেও আমাদের বিভিন্ন সমস্যার মুখে পরতে হয়। আজ থেকে আর চিন্তা নয়। আপনার মেটা ট্যাগ অটোমেটিক তৈরি হয়ে যাবে। এর জন্য  এখানে ক্লিক করুন।  তারপর ছবির মত করে meta description এর ঘরে আপনার সাইট এর শিরনাম দিন।  meta keyword এর ঘরে আপনার সাইট এর জন্য নির্বাচিত keyword গুল কমা দিয়ে লিখুন। তার নিচের ঘরে আপনার নিজের নাম লিখুন এরপর create tag বাটনে ক্লিক করুন। সাথে সাথে তৈরি হয়ে যাবে আপনার মেটা ট্যাগ। এরপর এটি কপি করে আপনার সাইট এ বসান।

এ ধরনের আরও টিপস পেতে আমার সাইট social bangla তে ঘুরে আসতে পারেন। আমন্ত্রন রইল...।
আমরা যারা ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন করি তারা প্রায় সময় একটি সমস্যার সম্মুখীন হই তা হল এইচটিএমএল কালার কোড। হয় আমরা রঙের নাম মনে করতে
পারিনা আর না হয় আমরা কালার কোড মনে করতে পারিনা। আজ আমি আপনাদের একটি টিপস দিচ্ছি যার মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের
যেকোনো রঙের কালার কোড বের করতে পারবেন। হয়ত আপনি কোথাও কোন রঙ দেখেছেন এবং আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনি রঙের নাম বা কোড কোনটাই জানেন না। এটা এখন কোন সমস্যা না। প্রথমে আপনি যেখানে রঙ টি দেখেছেন সেখান থেকে রঙটির একটি স্ক্রিনশট দিয়ে রাখুন। যারা
স্ক্রিনশট দিতে জানেন না তারা start menu তে গিয়ে sniping tools খুজে বের করুন এবং new এ ক্লিক করে আপনার যতটুকু দরকার ততোটুকু অংশ কেটে save করুন। [এখানে ক্লিক করুন]   । ছবি তে যেমন দেয়া আছে ঠিক সেরকম একটি পেজ পাবেন।

 তারপর
browse এ ক্লিক করে আপনার কোন ছবির কালার কোড জানতে হবে তা সিলেক্ট করুন। এরপর show image এ ক্লিক করুন। নিচের বক্স 
এ আপনার ছবি টি দেখতে পাবেন। এরপর ছবির কোন অংশের কোড জানতে হবে সেখানে মাউস ক্লিক করুন। নিচে আপনি আপনার রঙের কোড দেখতে
পাবেন।
অনেক ধন্যবাদ। আগামি তে আসছি নতুন পোস্ট নিয়ে। সময় পেলে আমার সাইট টি থেকে ঘুরে আসবেন।
আমার সাইট : Socialbangla.com
অনেক সময় বিভিন্ন কাজে আমাদের অনেক অনেক সাইট ঘুরতে হয়। যেমন এস ই ও করার জন্য আমরা গুগল এ সার্চ করে থাকি free directory submission sites list, articles submissions site list, link building site list, free backlink makers ইত্যাদি। সার্চ এ যেসব সাইট এর লিংক আসে সেখানে ঢুকলে আমরা দেখতে পাই যে আমাদের প্রয়োজন মত অনেক সাইট এর লিস্ট দেওয়া। আমরা সাধারনত সেশব লিংক কপি করে ব্রাউজার আ পেস্ট করি অথবা নোটপ্যাড এ পেস্ট করে একটা একটা করে সাইট এ ঢুকে থাকি। ব্যাপারটা অনেক ঝামেলার এবং সময় সাপেক্ষও বটে। আপনাদের এ ধরনের সমস্যার সমাধান নিয়ে এসেছি। এর মাদ্ধমে আপনারা বস্তা ভর্তি সব লিংক এক যায়গা তে পেস্ট করবেন কিন্তু সব লিংক ওপেন হবে ভিন্ন ভিন্ন ট্যাব এবং আপনারা এই পেজ টি আপনাদের ব্রাউজার এ বুকমার্ক করে রাখবেন এবং প্রয়োজন মত যখন ইচ্ছা ঢুকতে পারবেন। [এখানে ক্লিক করুন] প্রথমে এই পেজ এ যান]  ।

সেখানে ছবির মত একটি খালিঘর দেওয়া আছে। আপনার বস্তাভরতি লিংক এই ঘরে পেস্ট করে open all url বাটন এ ক্লিক করুন। দেখুন আপনার  সব লিংক অটোমেটিক ওপেন হয়ে গেছে ভিন্ন ভিন্ন ট্যাব এ।
ধন্যবাদ। পরবর্তী তে আসছি নতুন কিছু নিয়ে।
Socialbangla.com