Sunday, May 10, 2015

অনেক সময় বিভিন্ন কাজে আমাদের অনেক অনেক সাইট ঘুরতে হয়। যেমন এস ই ও করার জন্য আমরা গুগল এ সার্চ করে থাকি free directory submission sites list, articles submissions site list, link building site list, free backlink makers ইত্যাদি। সার্চ এ যেসব সাইট এর লিংক আসে সেখানে ঢুকলে আমরা দেখতে পাই যে আমাদের প্রয়োজন মত অনেক সাইট এর লিস্ট দেওয়া। আমরা সাধারনত সেশব লিংক কপি করে ব্রাউজার আ পেস্ট করি অথবা নোটপ্যাড এ পেস্ট করে একটা একটা করে সাইট এ ঢুকে থাকি। ব্যাপারটা অনেক ঝামেলার এবং সময় সাপেক্ষও বটে। আপনাদের এ ধরনের সমস্যার সমাধান নিয়ে এসেছি। এর মাদ্ধমে আপনারা বস্তা ভর্তি সব লিংক এক যায়গা তে পেস্ট করবেন কিন্তু সব লিংক ওপেন হবে ভিন্ন ভিন্ন ট্যাব এবং আপনারা এই পেজ টি আপনাদের ব্রাউজার এ বুকমার্ক করে রাখবেন এবং প্রয়োজন মত যখন ইচ্ছা ঢুকতে পারবেন। [এখানে ক্লিক করুন] প্রথমে এই পেজ এ যান]  ।

সেখানে ছবির মত একটি খালিঘর দেওয়া আছে। আপনার বস্তাভরতি লিংক এই ঘরে পেস্ট করে open all url বাটন এ ক্লিক করুন। দেখুন আপনার  সব লিংক অটোমেটিক ওপেন হয়ে গেছে ভিন্ন ভিন্ন ট্যাব এ।
ধন্যবাদ। পরবর্তী তে আসছি নতুন কিছু নিয়ে।
Socialbangla.com

0 comments:

Post a Comment