Saturday, June 27, 2015

 ব্রাউজার ব্যবহার করি ইন্টারনেট ব্রাউজ করার জন্য। যেমনঃ মজিলা ফায়ারফক্স, গুগল চ্রম, সাফারি ইত্তাদি। আমরা আমাদের ইন্টারনেট ব্যবহার করার সুবিধার্থে আমাদের ব্রাউজার কে অনেক ভাবে সাজাই বিভিন্ন add-ons ইন্সটল করে (যেমনঃ Add block, Save as PDF, Content Bloker, Flash and Video Downloader ইত্তাদি.) এবং বুকমার্ক সংরক্ষন করে এছাড়া আরও অনেক ভাবে।

কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা আমাদের কম্পিউটার এ নতুন করে উইন্ডোজ ইন্সটল করি। কারন উইন্ডোজ ইন্সটল করার সময় আমরা c ড্রাইভ ফরম্যাট করে থাকি। এর ফলে আমরা এর আগে যে add-ons গুলো এবং বুকমার্ক গুলো সেভ করেছিলাম সেগুলো হারিয়ে ফেলি। এর ফলে আমাদের কে আবার নতুন করে সব add-ons ইন্সটল করতে হয়। যা অনেক বিরক্তিরকর একটা ব্যাপার।

এই সমস্যা সমাধানে নিয়ে এলাম চমৎকার একটি সফটওয়্যার। যার নাম MozBackup । এই সফটওয়্যার এর সুবিধা হচ্ছে এই সফটওয়্যার টি পোর্টেবল এবং এর সাইজ মাত্র ৭৭৪ কেবি।

যেভাবে ব্যবহার করবেন এই সফটওয়্যার।

১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন। ডাউনলোড লিঙ্ক

আমরা অনেক ধরনের
2) তারপর MozBackup.exe ফাইল এ ক্লিক করুন, এটা জিপ ফাইল ওপেন করলে পাবেন।

৩) next এ ক্লিক করুন।

৪) তারপর select করুন আপনি কোনটা করবেন backup নাকি restore.

৫) তারপর আপনার browser select করুন।

৬) Next এ click করুন।

৭) browse এ click করে কোথায় save করবেন তা দেখিয়ে দিন। তারপর next এ click করুন।

৮) সবশেষে finish এ click করুন এবং enjoy করুন।

 


                                                              By Omar Faruk

0 comments:

Post a Comment