Tuesday, July 7, 2015

তুমি চলে যেতে পারবে
কিন্তু তোমার
সাথে জড়িয়ে থাকা,
স্মৃতিগুলো নিয়ে যেতে পারবে না...
হয়তো তুমি আমাকে ভুলে যেতে পারবে,
কিন্তু আমার
ভালোবাসাকে ভুলতে পারবে না...
প্রতিটি মুহূর্ত
তোমাকে স্মরন
করিয়ে দিবে,
নীরবে চোখের জল
ফেলতে হবে, আমার
এই নিঃস্বার্থ
ভালোবাসার জন্য.....আর কত ভালবাসলে
ভালবাসবে তুমি আমায়

আর কত কাঁদলে
গলবে তোমার হৃদয়।
আর কত রাত জাগলে
বুঝবে তুমি আমায়
আর কত
অপেক্ষা করলে
শেষ
হবে অপেক্ষা আমার।
আর কত দিন কাটলে
আসবে তুমি কাছে আমার
আর কত পোড়ায়ে
খাটি করবে আমার
হৃদয়।
আর কত
সাগরে ভাসলে
দেখা দিবে তুমি আমায়
আর কত পরীক্ষার পর
শেষ
হবে আমাকে জানার। যদি ভুল
করে ভুলে যাওয়া যেতো,
তবে তোমায়
ভুলে যেতাম ।
যদি অভিমান
করে দূরে যাওয়া যেতো,
তবে তোমায়
ছেড়ে যেতাম ।
যদি ইচ্ছের
জোরে ঘৃণা করা যেতো তোমায়,
তবে তোমায়
ঘৃণা করতাম ।
যদি কান্নার
জলে আমার সকল
দুঃখ
ধুয়ে যেতো,
তবে দু'চোখের
জলে সাগর
সৃষ্টি করতাম ।
যদি আর
একটি বার
তোমায় একটা কথা রাখিস....
যদি কখনো কান্না পায়
আমায় একটু
ডাকিস...।
হাসতে চাই না তোর
সুখেতে তোর
দুখেতে কাঁদতে দিস....।
দুখের দিনে মেঘলা মনে
পড়বি যখন
একলা হয়ে....
আমায় একটু
মনে করিস....।
কেউ রবে না যখন
পাশে দু'চোখ
যখন
ঝাপসা হবে আমায়
তখন একটু
ডাকিস....
চোখের জল টুকু
মুছতে দিস..তুমি যেদিন আমার
কাছে ফিরে আসতে চাইবে
সেদিন দেখবে কালের
স্রোতে হারিয়ে গেছি আমি
দেখবে তুমি একাই
বসে আছো রাতের ওই
নীল আকাশের নিচে.....
আর আমি...
আমি সেই নীল
আকাশের
ছোট্ট
একটি তারা হয়ে তোমার
পানে চেয়ে থাকবো..
আর তখনই তুমি বুঝবে
যে ভালোবাসার মানুষ
হারিয়ে গেলে কতটা কষ্ট
পেতে হয়॥ তুমি ভূল করেও, ভূল
করোনি,
তাই আমি অপরাধী।
তুমি পথ দেখিয়েও,
পাশে হাটনি,
তাই এখন
আমি একলা হাটি।


0 comments:

Post a Comment