আইসিটি এক্সপো
২০১৫ তে টেলিটক বিশেষ একটি সিম বিক্রি করছে। এই প্যাকেজটির নাম জোনাকি। সিমের
মূল্য মাত্র ৮০ টাকা।
জোনাকি প্যাকেজে
টেলিটক টু টেলিটক আধা পয়সা প্রতি সেকেন্ড। অন্যদিকে টেলিটক টু অন্য অপারেটরে এক
পয়সা প্রতি সেকেন্ড।
জোনাকি প্যাকেজের
বিশেষ সুবিধা হলো এটি দিয়ে খুব সহজেই ঘরে বসে পল্লী বিদ্যুৎ এর বিল পরিশোধ করা
যাবে।
এছাড়া এই প্যাকেজ
থেকে টেলিটক ওয়ালেট অ্যাকাউন্ট চালু করা যাবে। এই ওয়ালেট অ্যাকাউন্ট দিয়ে পল্লী
বিদ্যুৎ এর বিল পরিশোধ করা যাবে।
প্যাকেজটিতে বিশেষ
ডাটা প্যাকেজও রয়েছে। হ্রাসকৃতমূল্যে ইন্টারনেট ব্যবহার করা যাবে।
সিমটি পাওয়া যাবে
মেলায় টেলিটকের স্টলে। সারা দেশে টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার থেকেও সিমটি
কেনা যাবে।
মেলায় টেলিটকের
বর্ণমালা প্যাকেজটিও মাত্র ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
বিস্তারিত জানতে : এখানেক্লিককরুন
0 comments:
Post a Comment