Saturday, June 27, 2015

 ব্রাউজার ব্যবহার করি ইন্টারনেট ব্রাউজ করার জন্য। যেমনঃ মজিলা ফায়ারফক্স, গুগল চ্রম, সাফারি ইত্তাদি। আমরা আমাদের ইন্টারনেট ব্যবহার করার সুবিধার্থে আমাদের ব্রাউজার কে অনেক ভাবে সাজাই বিভিন্ন add-ons ইন্সটল করে (যেমনঃ Add block, Save as PDF, Content Bloker, Flash and Video Downloader ইত্তাদি.) এবং বুকমার্ক সংরক্ষন করে এছাড়া আরও অনেক ভাবে।

কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আমরা আমাদের কম্পিউটার এ নতুন করে উইন্ডোজ ইন্সটল করি। কারন উইন্ডোজ ইন্সটল করার সময় আমরা c ড্রাইভ ফরম্যাট করে থাকি। এর ফলে আমরা এর আগে যে add-ons গুলো এবং বুকমার্ক গুলো সেভ করেছিলাম সেগুলো হারিয়ে ফেলি। এর ফলে আমাদের কে আবার নতুন করে সব add-ons ইন্সটল করতে হয়। যা অনেক বিরক্তিরকর একটা ব্যাপার।

এই সমস্যা সমাধানে নিয়ে এলাম চমৎকার একটি সফটওয়্যার। যার নাম MozBackup । এই সফটওয়্যার এর সুবিধা হচ্ছে এই সফটওয়্যার টি পোর্টেবল এবং এর সাইজ মাত্র ৭৭৪ কেবি।

যেভাবে ব্যবহার করবেন এই সফটওয়্যার।

১) প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করুন। ডাউনলোড লিঙ্ক

আমরা অনেক ধরনের
2) তারপর MozBackup.exe ফাইল এ ক্লিক করুন, এটা জিপ ফাইল ওপেন করলে পাবেন।

৩) next এ ক্লিক করুন।

৪) তারপর select করুন আপনি কোনটা করবেন backup নাকি restore.

৫) তারপর আপনার browser select করুন।

৬) Next এ click করুন।

৭) browse এ click করে কোথায় save করবেন তা দেখিয়ে দিন। তারপর next এ click করুন।

৮) সবশেষে finish এ click করুন এবং enjoy করুন।

 


                                                              By Omar Faruk


ওয়েবসাইটের কারিগরি সমস্যা সমাধান না হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল আজও প্রকাশ করা হবে কি না, তা নিশ্চিত করতে পারছে না ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। এ কারণে ভর্তির নির্ধারিত সময়সীমা পরিবর্তনের চিন্তা চলছে বলেও বোর্ড সূত্রে জানা গেছে।
দ্বিতীয় দফায় পেছানোর পর আজ শনিবার সকাল আটটায় একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আজ ফল প্রকাশ হবে না কি না, সেই সম্ভাবনার কথা বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড এবার কলেজে ভর্তির কাজটি সমন্বয় করছে। বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু ওই দিন কারিগরি সমস্যার কারণে ফল প্রকাশ করতে পারেনি ঢাকা বোর্ড। এ জন্য এক দিন সময় বাড়িয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়। কিন্তু শুক্রবার রাতে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে আজ শনিবার সকাল আটটায় তা প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালেও তা প্রকাশ করা হয়নি।
ঢাকা শিক্ষাবোর্ডের একটি সূত্র জানায়, যে ওয়েবসাইটে কাজ চলছে, সেখানে বড় ধরনের কারিগরি সমস্যা হচ্ছে। সেটি একাধিকার হ্যাকড হয়েছে। এ জন্য ফল প্রকাশ করা যাচ্ছে না।
বারবার সময় দিয়েও ফল প্রকাশ করতে না পারায় ভর্তি-ইচ্ছুক লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সন্তানদের ভর্তি নিয়েও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য আবেদন করে।

Thursday, June 25, 2015

 জীবনে যদি সত্যিই কাউকে মন
থেকে ভালোবেসে থাকো,
তাহলে তাকে হারিয়ে যেতে দিওনা ।।
কারণ চোখের জল
হয়তো মুছে ফেলতে
পারবে, কিন্তু মনে রেখো ।।
হৃদয়ের কান্নার জল কোনো ভাবেই
মুছতে পারবেনা ।
                               
                                                      By Omar Faruk

Ministry of Education

Smart Admission System
For
XI CLASS ADMISSION
(SESSION 2015 - 2016)
The XI class admission result will be published on 25 June 2015 at 23:30 (11:30 PM)
 



___অতীত তোমাকে
কষ্ট দেবে
ভবিষৎ তোমাকে
স্বপ্ন দেখাবে
আর
___বর্তমান সব সময়
তোমার পাশে থাকবে
তাই
বর্তমান কে
নিয়ে ভাব___
 
                                                                      `হূমায়ুন আহম্মেদ`

Sunday, June 21, 2015

কেনো জানি খুব কান্না পাচ্ছে! শূন্যতা, পূর্ণতা, নির্ভরতা নাকি নিঃসঙ্গতার জন্য, জানি না। শুধু বুঝতে পারছি বুকের ভিতরে কোথায় জেনো লুকানো জায়গা থেকে একদল অভিমান প্রচণ্ড কান্না হয়ে দু’চোখ ফেটে বেরুতে চাইছে। তুমি কাছে নেই বলে শূন্যতা তার ইচ্ছে মত দেখাচ্ছে তার নিষ্ঠুর খেলা। আমিতো তোমার বুকে মুখ লুকালেই বাঁচি এখন! কিন্তু তুমি যে কত দূরে! বলতো!

আজ শেষ বিকেলের পাহাড় ছুঁয়ে ছুটে আসা দমকা হাওয়ার জড়িয়ে দেয়া মেঘের মতো ছোট্ট একটি ঘটনা আমার সব দ্বিধাকে উড়িয়ে নিয়ে গেলো! বুঝলাম, মহাকাল যে হাস্যকর ক্ষুদ্র সময়কে “জীবন” বলে আমাকে দান করেছে। সেই জীবনে তুমি-ই আমার একমাত্র মানুষটি, যার পাঁচটি আঙ্গুলের শরণার্থী আমার পাঁচটি আঙ্গুল, যার বুকের পাঁজরে লেগে থাকা ঘামের গন্ধ আমার ঘ্রাণশক্তির একমাত্র গন্তব্য। যার এলোমেলো চুলে আমি-ই হারিয়ে যাবো। আর আমি হারিয়ে যাবো ভালবাসতে বাসতে!!!

যার দুটো অদ্ভুত সুন্দর মধুভরা ঠোঁটের উষ্ণতায় আর তাই জীবনটা আজ ঠিক সেই অদ্ভুত ফুলগুলোর মতই মতই সুন্দর, যা দেখে আমি চমকে উঠেছিলাম। আর তুমি আমায় পরম মততায় আলতো জড়িয়ে ধরে তোমার ঠোঁটের সেই খুব মিষ্টি ছোঁয়ায় ভরে দিয়েছিলে সেই পুরোটা পাহাড়ি বিকেল। আর তখন সেই দূর পাহাড়ের দুষ্ট বাতাস এসে আমাকে চুপি চুপি কানে কানে বলে দিলো, “তোমার পাঁজরের হারেই আমার এই দেহটি তৈরি, যাকে স্বামী বলে!”।

আজ প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্য অনুভব করলাম- আমি শুধুই তোমার। সে শেষ ঠিকানা আমি পেলাম। কখনই তা মিথ্যা হতে দিওনা, কখনই ছেড়না আর। আজ আমার ভীষণ সুখী হাত দু’টো, আর দৃষ্টি ঘুরিও না ঐ অদ্ভুত সুন্দর চোখজোড়ার, সেখানে অপলক তাকিয়ে বৃষ্টির সাথে আমিও আনন্দ হয়ে ঝরেছিলাম!
তোমাকে ভালবাসি প্রচণ্ড- এরচেয়ে কোনও সত্য আপাতত আর জানিনা!!


ভালবাসি তোমায়!