Saturday, June 13, 2015



 
★ ***একটি বাসর রাতের গল্প*** ★


আজ নিলয় ও মিম এর বাসর রাত।
পারিবারিক ভাবেই তাদের
বিয়ে হয়েছে। মিম শিক্ষিত
মেয়ে এবং
নিলয় পড়ালেখা শেষ করে
নিজেদের পারিবারিক ব্যবসা
দেখাশুনা
করে।
.
রাত ১২:৩০
নিলয় বাসর ঘরে আসলো সবাই
কে বিদায় জানিয়ে।মিম খাট
থেকে
নেমে নিলয় এর পা ছুয়ে সালাম
করলো। নিলয় মিম কে উঠিয়ে
খাটের উপর বসাল।নিলয় মিম কে
বলল "আজ আমাদের বাসর রাত।
সবার মতই আমাদের জীবনেও বহু
প্রতিক্ষিত রাত এই রাত।
আজ এই শুভক্ষনে আমি তোমাকে
কিছু কথা বলতে চাই আশা করি
মনযোগী হয়ে শুনবে।
.
.
কাল কেও তুমি শুধু একটা মেয়ে
ছিলা। আজকে তুমি কারো
স্ত্রী,
কারো সংসারের বউ।কারো
ভাবি, কারো জা,কারো
চাঁচি, কারো
মামী।আজ থেকে তোমার
অনেক দাযিত্য বেড়ে গেছে।
যেহেতু আমরা পরিবারের কথা
মত বিয়ে করেছি তাই হয়তো
একে
অপরকে জানার সময় কম পেয়েছি।
তবুও কিছু কথা
.
.
আজ থেকে তুমি আমার স্ত্রী
এবং আমি তোমার স্বামী।
যেহেতু আমাকে তোমার বর
হিসেবে মেনে নিয়েছ তাই
মনে করছি আমাকে তোমার
যোগ্য মনে করেছ।আর আমাকে
যদি তোমার যোগ্য করে কেউ
গড়ে তোলে তারা হল আমার
আব্বু আম্মু।
আশা করি তুমি তাদের কে
সম্মান দিয়ে চলবে।তাদের কে
নিজের
আব্বু আম্মু মনে করবে।
.
.
তারা আমাকে তোমার যোগ্য
করেছে তার মানে তারা
আমার
থেকে অনেক বেশি যোগ্য তাই
তারা বয়সের কারনে হয়তো
রাগারাগি করতে পারে। তখন
তুমি তাদের সামনে মাথা নত
রেখে
নরম স্বরে কথা বলবা।
কারন " কখনো কখনো তোমার
মুখটা বন্ধ রাখতে হবে। গর্বিত
মাথাটা নত করতে হবে এবং
স্বীকার করে নিতে হবে যে
তুমি
ভুল। এর অর্থ তুমি পরাজিত নাও, এর
অর্থ তুমি পরিণত এবং শেষ
বেলায়
জয়ের হাসিটা হাসার ন্য ত্যাগ
স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।"
.
.
যদি তুমি তাদের রাগের সময়
ভাল ব্যবহার কর তাহলে তারা
আর কখনই
তোমার সাথে রাগবে না।যদি
তুমি আব্বু আম্মুকে মন থেকে
ভালবাসো তাহলে তারা
তোমাকে অনেক আশিবাদ করবে
যা
অমুল্য।
.
.
তোমাকে রান্না করতে হবে।
আম্মু যখন রান্না করছে তখন তুমি
আম্মু কে গিয়ে বল যে আম্মু আমি
রান্না পারি না আমাকে
শিখাবেন?? আম্মু খুশি হবে।
তোমাকে রান্না করতে হবে না
তখন তবু খুশি থাকবে।
বিকেলবেলা একটু চা বানিয়ে
তাদের কে দিয়ে
আসলে তারা অনেক খুশি হবে
তোমার উপর।
.
.
শুনেছি সব ভাবিরা নাকি ননদ
জা দের কে দেখতে পারে না।
তুমি এই
ধারনা পাল্টে দিবা। আমার
বোন রা ৬মাস পর হয়তো আসবে
থাকবে
৬দিন। এই ৬দিন তাদের কে
নিজের বোন মনে করে আদর কর
যেন পরের বার তোমার টানেই
আসে আবার।
.
.
তুমি হয়তো জানো না যে
একবার আমার অসুস্থ হইছিলাম
এবং আমার
আব্বু আম্মু ছিল না। আমার ২বোন
সারারাত আমার মাথার পাশে
না
ঘুমিয়ে সেবা করেছিল এখন
ভাবো তুমি তাদের কে কেমন
ভালবাসবে?
.
.
আমার বড় ভাই আছে যে আমার
চাওয়ার আগেই আমার অভাব পুরন
করছে আশা করি তুমি তাকে
নিজের ভাইয়ের মত দেখবে।যদি
ভাইয়ার কাছে কিছু আবদার কর
তাহলে তিনি তোমার উপর খুশি
হবে।
আর ভাবি তো তোমাকে বোন
বানিয়েই ফেলেছে।
.
.
আমাদের বাড়িতে অনেক
বাচ্চাকাচ্চা আছে।তাদের কে
আদর
করবে সারাদিন তাদের সাথে
সময় কাটাবে একঘেয়েমি দুর
হবে।
.
.
অতঃপর
ভালবাসা দিয়ে সব জয় করা যায়
হিংসা দিয়ে নয়।ভালবাসা
দানে বাড়ে কমে
না। যতযত ভালবাসা দিবে সবাই
তেমন ভালবাসা তোমাকে
দিবে।
সবাইকে ভালবাসবে।আর তুমি
যদি এতকিছু কর তাহলে আমি
নিশ্চয়
তোমাকে খারাপ রাখতে চাইব
না?
আর একটা মেয়ের কাছে স্বামীর
সুখের চেয়ে বড় কিছু নেই।
.
.
এমন কিছু করবে যেন এইঘর টাকে
স্বর্গ মনে হয়।
প্রতিদিন পাচ ওয়াক্ত নামাজ
পড়বা।
তুমি অনেক রুপসী কিন্তু সেটা
সবার জন্য নয়। তাই বাইরে সংযত
হয়ে চলাফেরা করবে।
.
.
তোমার কিছু বলার থাকলে বল।
মিম মাথা উঠেই নিলয় এর দিকে
তাকালে নিলয় দেখে মিম
কাঁদছে।
নিলয় বলল কাঁদছ কেন?
মিম বলল জীবনে কাউকে
বলিনি আজ বলছি "আমি
তোমাকে
ভালবাসি "
আমার জীবনে শ্রেষ্ঠ উপহার
তোমার মত কাউকে জীবনে
সঙী করে পাওয়া।
.
.
নিলয় বলল আমিও ভালবাসি
তোমাকে
কথা বলতে বলতে আযান দিয়ে
দিল
যাও তুমি নামাজ পরে ঘুমাতে
যাও আমি মসজিদ গিয়ে নামাজ
পরে
আসতেছি।
.
.
পরের দিন থেকে শুরু হল এক
শান্তির সংসার। আমার আব্বু আম্মু
যেন বউ পায়নি পেয়েছে একটা
মেয়ে।
আমাকে বাদ দিয়ে সারাদিন
বউকে নিয়েই ব্যস্ত থাকে
বাড়ির সবাই।
আমিও কিছু বলিনা।
দিন গেলে রাত টাতো আমার।

By Omar Faruk

মানুষ তো! – তারিকুজ্জামান প্রিন্স



মাঝে মাঝে আমি বিস্মিত হই,
মাঝে মাঝে আমার সন্দেহ হয়,
আমি মানুষ তো?

যখন আকাশ দেখি,
বিষন্ন ধ্রুবতারার যন্ত্রণাময় চোখে
নিসঃঙ্গতা প্রবল, বুঝতে পারি।

রমনী ঠোটে সমুদ্র ঢেউ খেলে,
ছড়িয়ে দেয় যৌনতার উত্তাপ
বুঝতে পারি, নারী তুমি কি চাও।

বেশ্যা চোখে চোখ রেখে হেসে উঠে,
বুঝতে পারি, ভালোবাসা নয় ক্ষূধার অবসান,
বিনিময়ে শরীর সঙ্গ।

মেঘবতীর নীল আঁচল খসে পড়ে,
বুঝতে পারি, ভালোবাসা চাই ভালোবাসা।

মধ্যরাতে স্পর্শ করলেই
বুঝতে পারি, রমনীর উচ্ছসিত শরীর
জাগ্রত হয় পুরুষ।

তবুও সন্দেহ হয়
আমি মানুষ তো?

বেঁচে উঠার ইচ্ছেগুলো নিসঃঙ্গ অন্ধকারে ভাসমান,
স্বপ্নগুলো জীবন্ত লাশ হয়ে ফেরে,
অন্ধকার লজ্জা পায় আমার নগ্নতায়,
যন্ত্রনায় কুঁকড়ে যাই,
প্রবল সন্দেহ জাগে
আমি………………
আমি মানুষ তো!


By Omar Faruk

আক্ষেপ-        মনিরুজ্জামান শুভ্র

কত শহস্র হাজার বার চেয়েছি আমি তোমায় ঘৃণা করতে
কত নির্ঘুম রাত আমি কাটিয়ে দিয়েছি তোমায় নিয়ে
আর কোন স্বপ্ন দেখবো না বলে ।
আমার বিধাতা জানে এই হৃদয়ে শূন্যতা গুলো
বেশ ধরে আছে চোরাবালির মত করে,
চোরাবালির চোরা টানে
ধীরে ধীরে তলিয়ে যাচ্ছি আমি তোমার স্মৃতির ধুম্র জালের অতল গহ্বরে ।


কত বার ভেবেছি তোমার চোখে চোখ রেখে
দৃঢ় কন্ঠে বলব আমি, বাসি না ভাল তোমায় এখন আর আমি।
তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে গিয়ে
কত বার ফিরে এসেছি আমি তোমার দুয়ার থেকে ।
পারি নি তোমায় তোমার দেওয়া কষ্টগুলো ফিরিয়ে দিতে
পারি না তোমায় এত কিছুর পরও ঘৃণা করতে।
পারি না তোমায় বাসি না ভাল বলতে ।
আমার বিধাতা জানে শুধু ভালবাসি তোমায় আমি
এখনো আগেরই মত করে।



By Omar Faruk

Thursday, June 11, 2015



ফেসবুক প্রেম

(সত্য ঘটনা অবলম্বনে )
.
রাত তিনটা , কে যেন দরজায় কড়া নাড়ছে । ঠক ঠক . . . ঠক ঠক . . . কে ? ? মাশুক ভাই আমি ছগির ( কেয়ারটেকার )
.
এত রাতে কি চাও ? ? একটা উপহার আছে আপনার জন্য ! দরজা খুললেই দেখতে পাবেন !
(মাশুকের মেজাজ একদম বিগড়ে গেছে !
দরজা খুলেই ছগির ব্যাটাকে কষে একটা চড় লাগাতে হবে ! ব্যাটা এই রাত-দুপুরে ফাইজলামি শুরু করছে )
.
দরজা খুলে মাশুক হ্যাঁ করে তাকিয়ে আছে । ছগির যেন উল্টো তার গালেই চপেটাঘাত করলো ! ছগিরের পাশে এটা কে ! !
.
ফেসবুকের একটা জনপ্রিয় পেজে মাত্রই একটা গল্প শেয়ার হল । গল্পটা মাশুকের খুবই ভাল লাগল , তাই সে কমেন্টে লেখককে ধন্যবাদ জানাল । লেখকও সাথে-সাথে কমেন্টের রিপ্লাই দিলেন । কয়েক মিনিটের মধ্য আরো কয়েকজন পাঠক যোগ দিলেন সেখানে । জমে উঠলো কমেন্ট পাল্টা-কমেন্ট খেলা । এক পর্যায়ে মাশুক খেয়াল করলো "গোধূলির আলো " নামে কেউ একজন তাকে ম্যানশন করেছে । মাশুকও পাল্টা ম্যানশন করলো , এবং এক ফাঁকে আইডিটা ঘুরে আসলো । ছবি দেখে মেয়েটাকে ভালই লাগলো মাশুকের , তাই কোন কিছু না ভেবেই রিকু দিয়ে দিল । মেয়েটাও সাথে সাথে রিকুটা এক্সেপ্ট করে ফেললো ।
.
দিন যায় , সপ্তাহ যায় , মাস যায় । ধীরে ধীরে একে অন্যের সম্পর্কে সব কিছুই জানা হয়ে যায় । মেয়েটির নাম ফ্লোরা , বাড়ি চট্টগ্রাম । নামকরা একটা কলেজে অনার্স করছে । মাশুক ঢাকায় থাকে । একটা বেসরকারী ভার্সিটিতে এমবিএ করছে ।
.
মাশুকের দিক থেকে এই সম্পর্কটা ছিল কেবলই বন্ধুত্ব । একটা সময় পর্যন্ত ফ্লোরার কাছেও ব্যাপারটা তাই ছিল । কিন্তু ধীরে ধীরে ফ্লোরা নিজের উপর নিয়ন্ত্রন হারায় , মাশুককে ভালবাসতে শুরু করে ।
.
মাশুক পরিবারের বড় ছেলে । মা-বাবা অনেক বিশ্বাস করে তাকে । ছোট বেলা থেকে সে কখনোই তাদের অবাধ্য হয়নি । মাশুক জানে তার মা-বাবা কখনোই এ ধরনের সম্পর্ক মেনে নেবেন না । তাই সে ফ্লোরার আবেগতাড়িত কথাগুলো কৌশলে এড়িয়ে যাবার চেষ্টা করত । ফ্লোরা প্রায়ই অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকতো । আর মাশুক নাওয়া-খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা সেই অভিমানের বরফ গলাতে চেষ্টা করে যেত । ফ্লোরা ভাবত , হয়ত এবার সে পেয়ে গেছে মাশুককে । কিন্তু না , আবেগঘন কোন প্রসংগ এলেই মাশুক আবার এড়িয়ে যেত । এভাবে টানাপোড়নের ভিতর দিয়েই চলছিল তাদের শেষের দিনগুলি . .
.
ফ্লোরাকে এভাবে দেখে মাশুক ভয় পেয়ে গেল । ফ্লোরার বিয়ের সব ঠিকঠাক করে রেখেছিল তার মা-বাবা , এর মাঝেই সে ব্যাগ গুছিয়ে মাশুকের কাছে ঢাকায় চলে এসেছে । মাশুকের মাথায় কিছুই খেলছে না , সে কোন সিদ্ধান্তই নিতে পারছে না ।
.
নাজমা আক্তার , মাশুকের বড় খালা । ঢাকাতে নিজেদের বাড়ি আছে , অনেক টাকা পয়সার মালিক । মাশুক ঐ রাতেই ফ্লোরাকে নাজমা খালার বাসায় পৌঁছে দিল । ততক্ষনে ঘটনাটা মাশুকের মা-বাবার কানে পৌঁছে গেছে । খোঁজ-খবর নিয়ে জানা গেল ফ্লোরাদের আর্থিক অবস্থা খুব একটা ভাল না । তাই তারা এই ব্যাপারে কোন আগ্রহই দেখালেন না । বরং কড়া ভাষায় মাশুককে তাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন । মাশুক যদি ফ্লোরাকে গ্রহন করে , তবে চিরদিনের জন্য নিজের মা-বাবাকে হারাতে হবে ।
.
মাশুক ফ্লোরাকে কিছুতেই গ্রহন করবে না । আর ফ্লোরারও বাড়ি ফিরে যাওয়ার পথ বন্ধ নাজমা খালা এই সুযোগটি খুব ভাল ভাবেই লুফে নিলেন । তিনি তার মানসিক প্রতিবন্ধী ছেলের সাথে ফ্লোরার বিয়ে দিয়ে দিলেন । বিয়েটা কিন্তু অনেক ধুমধাম করেই হয়েছে । ব্যান্ডপার্টি , আলোকসজ্জা কোন কিছুরই কমতি ছিল না । ফ্লোরার চোখের জলেরও কমতি ছিল না সেদিন ।
.
এর মাঝে চারটি মাস কেটে গেল । কিন্তু ফ্লোরার কাছে মনে হচ্ছিল যেন চার জনম কেটে গেছে ! কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিল না সে , পারার কথাও না ।
.
এই চার মাসে ফ্লোরা নানাভাবে মাশুককে কনভিন্স করার চেষ্টা করেছে । কিন্ত মাশুকের কথা একটাই . . তুমি এখন অন্যের বউ , নিজের সংসারে মনোযোগ দাও । আমাদের সম্পর্কটা এখন অতীত । তাচাড়া আমিতো তোমাকে কোন কথা দিইনি । তুমি আমাকে না জানিয়েই এখানে এসেছ , তাই দায়-দায়িত্ব সব তোমার
.
না , ফ্লোরার পক্ষে সংসারটা চালিয়ে যাওয়া আর সম্ভব হল না । শেষ পর্যন্ত ফ্লোরা নিজেই ঐ ছেলেকে ডিভোর্স দেয় । তারপর ঐ দিনই চট্টগ্রাম চলে যায় মা-বাবার কাছে । যাবার আগে শেষবারের মত মাশুকের সাথে দেখা হয় তার . .
.
কেন তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে ?
.
সরি ফ্লোরা । এই মুহুর্তে তোমাকে সরি বলা চাড়া আমার আসলে কিছুই করার নেই । কিন্তু একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ , এর জন্য তুমিই দায়ী ।
.
সব দোষ এখন আমার ? তোমার কি কিছুই করার ছিল না ?
.
দেখ ফ্লোরা , এটা ঠিক যে তোমার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল । কিন্তু সেটা কোনভাবেই ভালবাসা ছিল না । আমি কি কখনো বলেছি তোমাকে ভালবাসি ?
.
তা হয়ত বলনি । কিন্তু আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ফিরিয়ে দেবে না ।
.
দিতাম না , কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না । মা-বাবা যদি তোমাকে মেনে নিতেন তাহলে আমি কখনোই তোমাকে ফিরিয়ে দিতাম না ।
.
একদিকে ফ্লোরা মাশুকের উপর বিশ্বাস রেখে ঘর ছেড়েছিল , কিন্তু যে কারনেই হোক মাশুক সেই বিশ্বাসের মূল্য দিতে পারেনি । অন্যদিকে যে মা-বাবার মনে ফ্লোরা এত বড় আঘাত দিল . . তাদের মান-সম্মান ধূলোয় মিশিয়ে দিল । সেই মা-বাবা কিন্তু ঠিকই আবার তাদের সন্তানকে বুকে টেনে নিলেন ।
.
গত চার মাসে ফ্লোরা অনেক বদলে গেছে । এক সময়ের হাসি-খুশি আর চষ্ণল মেয়েটা এখন ঘর থেকে বের হয় না একদমই । ঠিকমত কারো সাথে কথাও বলে না । সারাক্ষন জানালার পাশে বসে থাকে । একা একা বিড়বিড় করে .
. হাসে . . কাঁদে . .
.
মানুষের জীবনে এমন কিছু ভুল থাকে , যার কোন প্রায়শ্চিত্ত হয় না । অনেকে সারাজীবন সেই ভুলের গ্লানি বয়ে বেড়ায় । অনেকে জীবন দিয়ে তার মাশুল দিয়ে যায় , মৃত্যুতেই খুঁজে নেয় মুক্তির স্বাদ । কিন্তু তাতেও কি মুক্তি মেলে ? ?
.
বর্তমানে ফ্লোরা কি অবস্থায় আছে তা আমার জানা নেই । আমি চাই না আর কোন ফ্লোরার এমন করুন পরিনণতি হোক । একজন ফ্লোরাও যদি আমার এই গল্প পড়ে সতর্ক হয় , তবেই আমার
স্বার্থকতা ।
 

Tuesday, June 9, 2015

প্রেম-ভালোবাসা সম্পর্কে বিখ্যাত মনিষীদের কিছু উক্তি বা বানীঃ
✬ আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। - রবীঠাকুর।
✬ আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাদেঁ, তবে আমার অস্তিত্বের কোন মুল্য নেই। - সুইফট।
✬ আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময় → রবীন্দ্রনাথ ঠাকুর।
✬ আমি থাকি তোমার প্রহরী তোমাকে যখন দেখি, তার চেয়ে বেশী দেখি যখন দেখিনা। - সুনীলগঙ্গোপাধ্যায়।
✬ আমি সেই নারীকে ভালবাসি যার অতীত আছে আর সেই পুরুষকে ভাল বাসি যার ভবিষ্যত আছে। - অস্কার ওয়াইল্ড।
✬ আমরা কোনোভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপর মূল্য নির্ধারণ করতেই হবে। - ম্যালানি ক্লার্ক, আইরিশ অভিনেত্রী
✬ আর্থিক সচ্ছলতা বন্ধু আনে, কিন্তু ভালোবাসা আনে না ।-জোসেফ কনরাড
✬ কেউ যদি তোমার ভালবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।জীবনটা এত তুচ্ছ না...
✬'কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া।'……কনফুসিয়াস
✬ 'ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না। মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না।' ……সমরেশ মজুমদার
✬ জীবন যেন একটা ফুল আর জীবনের ভালোবাসা হলো মধু স্বরূপ → সেকেনা।
✬ জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক।। একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।-সেক্সপিয়ার
✬ 'যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে।'……এলিজাবেথ বাওয়েন
✬ যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।- অস্কার ওয়াইল্ড
✬ যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা। → বঙ্কিম চন্দ্র
✬ 'যে ভালোবাসা পেল না, যে কাউকে ভালোবাসতে পারল না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।' ……কিটস্
✬ তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালবাসার ছবি । - কাজী নজরুল
✬ তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও।যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে না আসে,তবে সে কখনই তোমার ছিল না।-রবীন্দ্রনাথ ঠাকুর
✬ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম → হুমায়ূন আজাদ।
✬ দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এ দুটি হচ্ছে যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। - এনাট ফেন্স।
✬ নারীর প্রেমে মিলনের সুর বাজে , আর পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা । - রবীন্দ্রনাথ
✬ প্রেম একটি চমৎকার অসুখ। কষ্ট পাওয়ার, তিলে তিলে, ধুকে ধুকে মরার জন্য এমন অসুখ খুব বেশী নেই। - তপংকর চক্রবর্তী।
✬ প্রেম একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই।- বার্নাডস।
✬ প্রেম মানুষকে শান্তি দেয়, কিন্তু স্বস্তি দেয় না → . বায়রন।
✬ 'প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।'……স্পুট হাসসুন
✬প্রেমের ব্যাপারে যদি কেউ জয়ী হতে চায়, তাহলে সে ক্ষেত্রে জয়ী হওয়ার একমাত্র অস্ত্র হলো পলায়ন করা। - নেপোলিয়ান।
✬ প্রেমের সাগরে নামার আগে জেনে নেওয়া ভাল, এ সমুদ্রের কোন তীরই হয় না। - সারসার সালানী।
✬ পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে, আর মানুষ বাধে ভালবাসা দিয়ে। → মুঃ ইসহাক কোরেশী
✬ পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো → নির্মলেন্দু গুণ।
✬ বারবার একই ব্যাক্তির প্রেমে পড়া সার্থক প্রেমের নিদর্শন। → ব্রোটন
✬ বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম → কাজী নজরুল ইসলাম।
✬ বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয়। - স্যামুয়েল জনসন, লেখক
✬ 'বন্ধুত্ব অনেক সময় ভালোবাসায় পর্যবসিত হয়, কিন্তু বন্ধুত্বের মধ্যে কখনও ভালোবাসা থাকে না' ……চার্লস কনটন
✬ বড় প্রেম শুধু কাছেই টানে না; ইহা দুরেও ছুড়ে ফেলে দেয়।- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
✬ 'ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা।'……হ্যাভনক এলিস
✬ 'ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।'……জর্জ চ্যাপম্যান
✬ ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। -গ্যেটে, কবি
✬ ভালোবাসায় পতনের জন্য কোনোভাবেই আমরা মহাকর্ষ-অভিকর্ষকে দায়ী করতে পারি না। - অ্যালবার্ট আইনস্টাইন, বিজ্ঞানী
✬ 'ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।'……টমাস ফুলার
✬ ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় → ..ডেভিড রস ।
✬ ভালোবাসা এবং ভয় একত্রে মিশ্রিত হতে পারে না → রেগনার্ড।
✬ ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাড়াতে পারে। → টমাস মিল্টন
✬ ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয় । - টেনিসন
✬ ভালবাসা তালাবদ্ধ হ্রদয়ের দরজা মুহূর্তে খুলে দেয় । - টমাস
✬ মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন তা শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়....সমরেশ মজুমদার।
✬ সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।-নিমাই ভট্টাচার্য
✬ সত্যিকারের ভালবাসার তার পাত্র বা পাত্রীকে সুস্থ ও সুখী দেখতে চায় । - শরত্চন্দ্র
✬ সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম। → নফডেয়ার